শরীয়তপুরে ৮০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৪ঠা আগস্ট ২০১৯ ০৫:০২ অপরাহ্ন
শরীয়তপুরে ৮০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ মনির হোসেন ,মোঃ আলী শেখ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ৪ আগস্ট রবিবার দুপুরে জাজিরা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জাজিরা থানার গজনাইপুর মোল্লা বাড়ীর জলিল মোল্লার ছেলে মোঃ মনির হোসেন মোল্লা(৩৮) ও জাজিরা থানার চরদুপুর কাচারীকান্দির আব্দুল হালিম শেখর ছেলে মোঃ আলী শেখ(৩০) 

ইন্সপেক্টর(তদন্ত) জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মোহাম্মদ আজহার আলী জানান মোঃ মনির হোসেন মোল্লার নামে এর আগে দুইটা মাদক মামলা রয়েছে এবং ৮০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তারে জাজিরা থানায় মোঃ মনির হোসেন মোল্লা ও মোঃ আলী শেখের নামে মাদক মামলা প্রক্রিয়াধীন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব