ন্যায্যমূল্যে সিগারেট বিক্রি না করায় পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৪ঠা আগস্ট ২০১৯ ০৪:৫৮ অপরাহ্ন
ন্যায্যমূল্যে সিগারেট বিক্রি না করায় পুলিশের অভিযান

মাদারীপুরে  ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির দায়ে ০৮ জন বিক্রেতাকে আটক করে মাদারীপুর  সদর থানা পুলিশ। গত (রবিবার) দুপুর ১২ টার দিকে মাদারীপুরে শহরের জেলখানার মোড়,পুরাতন কোর্ট,চৌরাস্তা,কুলপদ্দি,পুরান বাজার সহ বিভিন্ন যায়গা অভিযান চালিয়ে আটক করেন। জানা যায়, ব্রিট্রিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানীর (ডার্বি) সিগারেট কোম্পানীর নির্ধারিত দামের ৪ টাকা, কিন্তু প্রতি শলাকায় ১ টাকা বেশী,বেনসন্স ১৩ যায়গায় ১টাকা বেশি ১৪ করে বিক্রি করে আসছিল কতিপয় অসাধূ বিক্রেতা। ভোক্তারা গত বাজেটের পর থেকে থানায় অভিযোগ দিয়ে আসছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কামাল স্টোর, রহিম স্টোর,জালাল স্টোর, সামাদ স্টোর, আলী স্টোর এবং জনি স্টোর, কাদের স্টোর, আবুল স্টোর, উৎসব স্টোরসহ মোট ১১টি দোকানে অভিযান চালান।

এর মধ্যে ০৮ জন বিক্রেতার বেশীর দামে সিগারেট বিক্রির সত্যতা পাওয়া গেলে পুলিশ তাদের আটক করে। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী ও পরিবেশকের সরনাপন্ন হলে আটককৃত ব্যক্তিগণ আর কোন দিন বেশীদামে সিগারেট বিক্রি করবেন না মর্মে মুচলেখা প্রদান করায় পুলিশ তাদের ছেড়ে দেয়। এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ মাদারীপুর  জেলার পরিবেশক লুবানা ট্রেডার্সের কর্মকর্তা সাথে আলাপ করলে তিনি জানান, কিছু অসাধূ ব্যবসায়ী বাজেটের আগে ও পরে সরকার ও কোম্পানী নির্ধারিত মূল্যের চাইতে অধিক মুনাফার লোভে বেশী দামে সিগারেট বিক্রি করে বাজার অস্থিতিশীল করে রাখেণ। আমরা কোম্পানীর পক্ষ থেকে খুচরা বিক্রিতাদের খুচরা দামেই বিক্রি করতে বলি।বিষয়টি একাধিকবার তাদের জানিয়ে সর্তক করা হয়েছে।’

ইনিউজ ৭১/এম.আর