
প্রকাশ: ৪ আগস্ট ২০১৯, ২২:৪২

পিরোজপুরের ইন্দুরকানীতে বিছমা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের উত্তর বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিছমা উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের ইয়াসিন হাওলাদারের মেয়ে। নিহতের পরিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিছমা আক্তার সহ তিন শিশু শনিবার বিকালে বাড়ির পাশে খেলাধূলা করছিল। খেলাধূলার সময় বিছমা হঠাৎ পাশের একটি ডোবার পানির মধ্যে পড়ে যায়। স্বজনরা তার খোঁজ পাওয়ার পর ডোবা থেকে অবচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ্য স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
ইনিউজ ৭১/এম.আর
