আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতে দুই জুয়ারির দন্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: রবিবার ৪ঠা আগস্ট ২০১৯ ০৪:৩২ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতে দুই জুয়ারির দন্ড প্রদান

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের হাতে দুই জুয়ারি আটক। ভ্রাম্যমান আদালতে অর্থ দন্ড প্রদান। আদালত সূত্রে জানাগেছে,  শনিবার দুপুরে এবিএম সিদ্দিক বাবুলের মাছের ঘেরের পাড় থেকে এসআই সুজন হালদার অভিযান চালিয়ে বাকাল গ্রামের নাজেম সরদারের ছেলে সোহেল সরদার ও একই গ্রামের ব্রজেন রায়ের ছেলে বিধান রায়কে জুয়ার খেলার সময় হাতে নাতে আটক করে।

এসময় সেখান থেকে অন্য দুই জুয়ারি পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস প্রত্যেককে দু’শ টাকা করে মোট চার’শ টাকা জরিমানা দন্ডর রায় প্রদান করেন। অর্থ দন্ড প্রদান করে জুয়ারিরা মুক্তি পায়। 

ইনিউজ ৭১/এম.আর