ডেঙ্গু নির্মূল অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিনামূল্যে ডেঙ্গু নির্ণয় সুবিধা প্রদান করবে। বাংলাদেশের যেসব এলাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল সুবিধা রয়েছে সেখানে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি বিনামূল্যে ডেঙ্গু রোগ নির্ণয় এবং সিএমএইচে চিকিৎসা সহায়তার বিষয়টি উল্লেখ করেছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।