বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক। সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। ৫১জন সদস্য নিয়ে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, আমি আশাবাদী নতুন কমিটি আগামীতে দেশ ব্যাপী সুন্দর কমিটি উপহার দিবে। অনলাইন সাংবাদিকতা পিছিয়ে নেই। সর্বপ্রথম অনলাইন নিউজগুলোই সরকার সহ দেশের প্রতিটি মানুষের কাছে সবার আগে পৌঁছায়। মানুষ এখন অনলাইন নিউজ পোর্টালমুখি কিন্তু এই সংবাদপত্রের সাংবাদিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের সকলের ন্যায্য অধিকার লক্ষে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব শক্তিশালী ভুমিকা পালন করবে।
অনলাইন সাংবাদিকতায় নির্যাতিত ও নিপিড়ীত সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করবে। বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক বলেন, আমি আশা করি বিগত দিনের ব্যর্থথা ছাপিয়ে নতুন কমিটি সারাদেশে সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করে বলিষ্ঠ ভুমিকা পালন করবে। বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী বলেন, বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। সকলে মিলে আমরা একসাথে কাজ করব। অনলাইন গণমাধ্যম কাজ করা সবার অধিকার নিশ্চিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।