
প্রকাশ: ২ আগস্ট ২০১৯, ৫:৩৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কোনো কাজ ছোট নয়। ডিসির কাজ আর রিকশাওলার কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দরিদ্র, অসহায়, গরিব শব্দ পরিহার করি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ব।’ শুক্রবার সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাখাতে বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী চান এ খাতে যাতে আরও বরাদ্দ দেয়া হয়। শিক্ষার্থীদের কেবল জিপিএর জন্য নয়, ভালো মানুষ আর সুন্দর চরিত্র গঠনের জন্য পড়াশুনা করতে হবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব