মানিকগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় মানিকগঞ্জে পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ আগষ্ট) ২০১৯, দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।এসিআই কোম্পানির সৌজন্যে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব র আয়োজনে এসময় অন্যান্যের মধ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক মাহমুদ হোসাইন, বারসিকের সমন্বয়ক বিমল রায়, সামাজিক সংগঠন হাসি‘র নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটন, ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশনের পরিচালক মাহবুবুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিক গোলাম মুজতবা ধ্রুব জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্বের অধ্যাপক কবিরুল বাশার স্যারের সার্বিক সহযোগিতায় এসিআই কোম্পানির সৌজন্যে মানিকগঞ্জে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ও জনসচেতনতা তৈরিতে বিনামূল্যে ৯ হাজার প্যাকেট মশার কয়েল পর্যায়ক্রমে বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েেছ।পৌর মেয়র বলেন, ডেঙ্গু মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে। নিজ নিজ বাসা বাড়ি, এলাকা ঐক্যবদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।