ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২রা আগস্ট ২০১৯ ১১:৩৫ পূর্বাহ্ন
ভাতিজার হাতে চাচা খুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার মারপিটে চাঁদ ফকির নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পাবনার বেড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।নিহত চাঁদ ফকির শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের মৃত মোকছেদ ফকিরের ছেলে।শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, ‘নিহত চাঁদ ফকিরের সঙ্গে তার ভাতিজা রশিদ ফকিরদের পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ ছিল। তারই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চাঁদ ফকির, তার ভাই আলম ফকির ও সাদ্দাম ফকির আহত হন।’এদের মধ্যে গুরুতর আহত চাঁদ ফকিরকে বেড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। চাঁদ ফকিরের ছোট ভাই আলম ফকিরকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী দিয়ে আঘাত করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’