নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা আগস্ট ২০১৯ ১১:১৬ অপরাহ্ন
নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে লম্পট ধর্ষক আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে এক মসজিদের ইমাম পুলিশের অভিযান গ্রেফতার।গ্রেফতারের আদালতে সোপর্দ করেছে মাধবদী থানা পুলিশ।জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করলে বুধবার (৩১ জুলাই) বিকালে তাকে কারাগারে প্রেরণ করে বিজ্ঞ আদালত।পুলিশ সূত্রে জানাযায়,গত সোমবার জেলার সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের রহিমদী গ্রামে এ নেককার জনক ঘটনাটি ঘটে।এরপরে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে তার মা শাহিদা বেগম বাদী হয়ে মঙ্গলবার (৩০ জুলাই) মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।ওই কিশোরী একই এলাকার দরিদ্র পরিবারের মৃত পনির মিয়ার কণ্যা। অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবদী থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান ও মীর কায়েস ধর্ষক আব্দুল্লাহ আল মামুনকে তার গ্রামের বাড়ী নারায়ণগঞ্জের রূপসী এলাকার তালতলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত লম্পট ধর্ষক ওই এলাকার ফজলুল হকের পুত্র।মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিশোরীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে আব্দুল্লাহ আল মামুন।পরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।