চারবার গ্রেপ্তার, কারাভোগ। তারপরও জাল রুপি ও টাকা তৈরির ব্যবসা ছাড়েননি জাকির। জাল টাকায় লাভ না হওয়ায় এখন মনোযোগ জাল রুপি তৈরিতে। ব্যবসার অংশীদার তার স্ত্রীও। পঞ্চমবারের মতো স্ত্রীসহ মঙ্গলবার আবারো গ্রেপ্তার হন জাকির। উদ্ধার করা হলো জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ বিপুল জাল রুপি।জাকির হোসেন। কিছুদিন পর পরই বাসা বদল করেন। ভাড়া বাসাতেই গড়েন জাল মুদ্রা তৈরির কারখানা। ব্যবসার শুরু বাংলাদেশি জাল টাকা তৈরীর মাধ্যমে। এখন মনোযোগ ভারতীয় রুপি তৈরিতে।এই কাজে জাকিরকে সহায়তা করেন স্ত্রী মমতা এবং আরেক সহযোগী শান্তা।পুলিশ জানায়- জাকির জাল মুদ্রা তৈরির সবচেয়ে বড় কারিগর। তার সঙ্গে বড় একটি চক্রও আছে। কারখানা থেকে ২০০০ রুপির নোটের ২৬ লাখ জাল রুপি এবং জাল রুপি তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, জাল রুপি তৈরির কাগজ, প্রিন্টারে ব্যবহৃত বিভিন্ন ধরনের কালির কার্টিজ, সিকিউরিটি সিলসংবলিত স্ক্রিনবোর্ড, গাম ও জাল রুপি বানানোর জন্য সিল মারা ফয়েল পেপার উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।