আমি নগরবাসীর সাথে আছি, আগামীতেও যেকোন পরিস্থিতিতে এই নগরবাসীর সাথে থাকবো। বর্তমান পরিষদ একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করছে। সাংবাদিকরা আমাদের গঠণমূলক সমালোচনা করবেন, কোথাও বিচ্যুতি হলে ধরিয়ে দিবেন। এতে আমরা আরও ভালো ভাবে কাজ করার প্রেরণা লাভ করবো। আজ বুধবার (৩১ জুলাই) বিকেলে নগর ভবনের সামনে জনসম্মুখে প্রথমবারের মতো বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ কথাগুলো বলেন।
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর চলতি অর্থবছরের (২০১৯-২০২০) ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এটি চতুর্থ পরিষদের ঘোষিত প্রথম বাজেট এবং সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথম জনসম্মুখে উম্মুক্ত বাজেট ঘোষনা ছিলো। বাজেট ঘোষানাকালে মেয়র বলেন, ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিলো ৪৪৩ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকা। যা সংশোধিত হয়ে দাঁড়িয়েছিলো ১২৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৬৪৫ টাকা। আর সবশেষে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।
ঘোষিত বাজেট অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে আয় ও ব্যায়ের বাজেট সমান ধরা হয়েছে। বাজেটে রাজস্ব থেকে আয় ও ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৯৩ টাকা, উন্নয়নের মোট আয় ও ব্যায় ধরা হয়েছে ৪১৬ কোটি ২২ লাখ ৪৮ হাজার ১৪৪ টাকা, এবং উন্নয়ন সহযোগী সংস্থা থেকে প্রাপ্ত তহবিল থেকে এক কোটি ৭৭ লাখ টাকা ধরা হয়েছে। বাজেটে এডিপি এবং সরকার কর্তৃক থোক ও বিশেষ বরাদ্দ আয়ের অন্যতম উৎস হিসেবে দেখানো হয়েছে।
এছাড়া বাজেটে নগরের ৪৩টি খাল পুনঃখনন, জেলখাল সংরক্ষণ ও এর ওপর চারটি আধুনিক ব্রীজ নির্মাণ, আধুনিক মার্কেট নির্মাণ, আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ, অসমাপ্ত শহর রক্ষা বাঁধ নির্মাণ, বর্ধিত এলাকায় নতুন পানির লাইন ও গভীর নলকূপ স্থাপনসহ ১৯টি মধ্য মেয়াদী (পাঁচ বছর) উন্নয়নমূলক কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি, জলাশয় ভরাট বন্ধ করা, ড্রেনেজ ব্যবস্থাপনাসহ ১০টি দীর্ঘ মেয়াদী (১০বছর) উন্নয়নমূলক কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হয়। বাজেট ঘোষনার সময় মেয়র পত্নী লিপি আব্দুল্লাহ, সিটি করপোরেশনের প্যানেল মেয়রবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ সহ সাধারণ নাগরিকেরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষনা শেষে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।