রাজধানীর যাত্রাবাড়িতে মো. মহিবুল্লাহ (৬৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে মমিনবাগ এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহর বাড়ি লক্ষীপুর জেলার লক্ষীপুর থানার বশিবপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন। নিহতের স্ত্রী হাসিনা ফেরদৌস জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসার কলিংবেল টিপে ঘরে ঢুকে ৪/৫ জন মুখোশধারী। এরপর তারা বাসার সবার হাত-পা বেঁধে ফেলে।
এ সময় গৃহকর্তা সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাকে খাটের ওপর ফেলে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। ডাকাত দল এরপর নগদ অর্থ ও মালামাল লুট করে বাসা ত্যাগ করে। সকালে ঘরের দরজা খোলা দেখে এলাবাসী ভেতরে এসে গলা কাটা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার এসআই পান্নু বলেন, এটা ডাকাতির ঘটনা কি না সে ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই। আমি এখন পর্যন্ত যতটুকু জেনেছি নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।