প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ২৩:০
সে দিনের সেই ছোট্ট আজরাফ সোনা আজ ২ বছর পার করেছে। আজ তার শুভ জন্মদিন। ইনিউজ৭১.কম এর সম্পাদক মোঃ শওকত হায়দার জিকোর জৈষ্ঠ পুত্র আজরাফ হায়দারের আজ ২য় জন্মবার্ষিকী।
এই উপলক্ষে তিনি তার পুত্রের জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন।
ইনিউজ ৭১/এম.আর
আসন্ন ২০২৬ সালের পবিত্র হজ পালন করতে ইচ্ছুক হজযাত্রীদের জন্য টিকা গ্রহণের আগে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত মোট ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের স্বাস্থ্যগত ঝুঁকি নিরূপণ এবং নিরাপদ হজ ব্যবস্থাপনার লক্ষ্যে টিকা গ্রহণের পূর্বে এসব স্বাস্থ্য
বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করতে পেরে গভীর আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত এবং যার পরিবেশ ও বাস্তবতা সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক পেজে শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) থেকে এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হবে। ইসি সূত্রে জানা গেছে, টানা ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। ঘোষিত সময়সূচি
সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে—এমন সংবাদকে সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করা হয়। ইসির পক্ষ থেকে জানানো হয়, পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। কমিশনের বরাতে যেসব গণমাধ্যমে নির্বাচন স্থগিতের খবর প্রকাশিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করার শেষ দিন আজ। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আপিলকারীরা নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হতে শুরু করেছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, শেষ দিনে মোট ১০টি বুথে আপিল গ্রহণ করা হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলবে।