সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বললেন, “যারা অন্যায়-অত্যাচার করে, অনিয়ম করে দেশে-সমাজে, তাদের সবাই মিলে লালকার্ড দেখাতে হবে।” রাজধানীর সোনারগাঁ হোটেলের সুরমা হলে বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য বিষয়ক ‘হটলাইন কমান্ডো’ শীর্ষক আয়োজনে তিনি এ কথা বলেন।সোহেল তাজ আরও বলেন, “বর্তমান উন্নয়নের ধারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে প্রথমে সুস্থ জাতি দরকার। যাদের লক্ষ্যে কাজ করা তাদের আগে বোঝাতে হবে।”
তিনি বলেন, “যারা আগে চেষ্টা করেছে তাদের জনগণের কাছে যায়নি। জনগণের কাছে পৌঁছাতে হলে টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করতে হবে।” এই অনুষ্ঠানের আয়োজন করে ফিফথ নেশন মিডিয়া।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।