
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত এগিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। প্রার্থী ও ভোটাররা নিরাপত্তা নিয়ে শঙ্কিত—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সময়ের সঙ্গে সঙ্গে এই ভয় কেটে যাবে।
