
প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ১৭:২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মো. শাহাদাত হোসেন টিটু। এর আগে তিনি খাগড়াছড়ি জেলার সদর থানার পরিদর্শক (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এসময় নবাগত ওসিকে কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেন।
ওসি শাহাদাত ১৯৯৭ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে সরাসরি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। তিনি সরাইলে সুনামের সাথে দায়িত্বপালনে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।
ইনিউজ ৭১/এম.আর
