
প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ২:১৩

চট্টগ্রাম রেঞ্জের সেরা এ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) এর সম্মাননা ক্রেস্ট পেয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির এএসআই হান্নান আল-মামুন। সর্বাধিক গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সাহসিকতাপূর্ণ দায়িত্ব পালনের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বুধবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম, পিপিএম) আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ডিআইজি কার্যালয়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, এএসআই হান্নান আল-মামুন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের হাজী মো. ইকরাম হোসেনের ছেলে। তিনি ২০০৮ সালে পুলিশে যোগদান করে বর্তমানে সদর দক্ষিণ মডেল থানায় কর্মরত আছেন। তরুণ এই পুলিশ কর্মকর্তা বিগত সময়ে সাহসিকতাপূর্ণ দায়িত্ব পালনকালে বেশ কয়েকবার আহত হয়েছেন। সদা বন্ধু সুলভ ভালো মনের অধিকারী হান্নান বলেন, দেশ ও দেশের মানুষের সেবা দিতে পুলিশে যোগদান করেছি।

মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ সুপার মহোদয়সহ উর্ধতন কর্মকর্তাগণের দিক-নির্দেশনায় জীবনবাজি রেখে দায়িত্ব পালন করবো। এ সম্মাননা আমাকে আরও বেশি দায়িত্ব পালনে উৎসাহিত করবে এবং এতে আমি অত্যন্ত গর্বিত এবং ভবিষ্যতে আমার এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। জীবন দিয়ে হোলেও নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ।