জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তজুমদ্দিনে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৭ই জুলাই ২০১৯ ০৭:১৩ অপরাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে তজুমদ্দিনে সংবাদ সম্মেলন

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যে এবং “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই ¯েøাগানে ১৭ জুলাই থেকে ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

বুধবার বিকাল ৩ টায় উপজেলা মৎস্য অধিদপ্তর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান। র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন, মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরন সহ  সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, তরুন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, যুগ্ম-সম্পাদক এম এ হান্নান, প্রচার ও দপ্তর সম্পাদক জিহাদ আহাম্মেদ, কোষাধ্যক্ষ আকতার হাওলাদার, নির্বাহি সদস্য গাজী আঃ জলিল, সদস্য সাইদুর রহমার রিপন, এম এ হালিম, মনিরুজ্জামান নয়ন, মোশারেফ হোসেন প্রমুখ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব