’মৎস্য সেক্টরের সমৃদ্ধি’ সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে শুরু হয়েছে সাতদিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মৎস্য উন্নয়নের দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা রুবানা ফেরদৌসী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা মিয়া, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক আশাদ উল্লাহ মনা, পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া, সাংবাদিক আক্তারুজ্জামান, সারোয়ার রুবেল, শরীফ ইকবাল রাসেল, জাহিদুল ইসলাম জাহিদ, তারেক পাঠান প্রমূখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।