নেছারাবাদে মৎস্য সপ্তাহে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৭ই জুলাই ২০১৯ ০১:৪৭ অপরাহ্ন
নেছারাবাদে মৎস্য সপ্তাহে সংবাদ সম্মেলন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেছারাবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এম,এম পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন, মৎস্য অফিসের অফিস সহকারি মোঃ ফিরোজ আহম্মেদ,ক্ষেত্র সহকারি প্রদীপ চন্দ সূতার প্রমুখ।

সংবাদ সম্মেলনে মৎস কর্মকর্তা বলেন, " মৎস্য সেক্টরে সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি"এই স্লোগানকে সামনে রেখে এবারের মৎস্য সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনবহুল স্থানে মাইকযোগে প্রচারণা, সড়ক র্যালি, আলোচনা সভা,মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা এবং মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ইনিউজ ৭১/এম.আর