রিফাত শরীফকে প্রকাশে নৃশংস ভাবে হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরগুনা জেলা বিএনপির মানববন্ধন করেছে। রবিবার সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাধারন সম্পাদক অ্যাড. আব্দুল হালিমসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, হত্যাকারী ও মাদক মামলার আসামী নয়ন ও তার সহযোগীদের ফাঁসির দাবী করছি। আজ ৪ দিন গত হলো এখন পর্যন্ত রিফাত হত্যা কারি নয়ন বন্ড ও রিফাত ফরাজীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাহলে কি বিচার পাবেনা রিফাতে পরিবার। উলেখ্য, গত বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সন্ত্রাসীরা রিফাতকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।