প্রকাশ: ১ জুন ২০১৯, ০:৫৪
আল মামুন (২৭) একজন শারীরিক প্রতিবন্ধী। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১০ বছর বয়সে ঢাকায় আসেন মামুন। শুরু করেন ভিক্ষাবৃত্তি। ১৭ বছর ধরে ঢাকাতে ভিক্ষা করছেন তিনি। ভিক্ষার টাকা দিয়ে দুই বোনের বিয়ে দিয়েছেন। পুরো সংসারের দায়িত্ব তাঁর কাধে। বাকি দুই বোনের বিয়ে দিয়ে নিজেও বিয়ে করবেন। গতকাল শুক্রবার পবিত্র জুমাতুল বিদার দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেখা হয় আল মামুনের সঙ্গে। তখন তিনি জুমার নামাজ আদায় করছিলেন। তাঁর দুই হাত বেশ চিকন। দুই কবজিই বাঁকা। দুই পা-ও বেশ বাঁকা। সোজা হয়ে দাঁড়াতে কিংবা বসতে পারেন না। সিজদাহ দিতে গেলে সামনে হাতও দিতে পারেন না।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব