প্রকাশ: ৩১ মে ২০১৯, ৩:২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি বলেছেন, তার দেশের জনগণ সবসময় বাংলাদেশের পাশে থাকবে। শুক্রবার হায়দরাবাদ হাউসে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।-খবর বাসসের বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেসসচিব সাংবাদিকদের ব্রিফ করেন। নরেন্দ্র মোদি বলেন, আমরা মনে করি জরুরিভিত্তিতে রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া উচিত। কাজেই বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করবো। ভারতের প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার নয়। এটা সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য মারাত্মক হুমকি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব