বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের ভেজাল বিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে মে ২০১৯ ০৪:৫৫ অপরাহ্ন
বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের ভেজাল বিরোধী অভিযান

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুন্জেরহাট বাজারে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী হাকিম রফিকুল হক এর নেতৃতে ওই অভিযান পরিচালিত হয়।পঁচা-বাসি মিষ্টি,মেয়াদোত্তীর্ণ পানীয় ও বিস্কুট রাখার অপরাধে মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ, ট্রেড লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন না থাকা সহ প্রভৃতি অপরাধে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় খাবার ও মিষ্টির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় কুন্জেরহাটের ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল বিষয়ে সতর্ক করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স করা, নবায়ন ও এসব ডকুমেন্টস ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য বলা হয়। বোরহানউদ্দিন উপজেলা খাদ্য পরিদর্শক মো. নাসিরউদ্দিন ওই সময় সাথে ছিলেন।