কাউখালীতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৬শে এপ্রিল ২০১৯ ০৭:৪৫ অপরাহ্ন
কাউখালীতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন বিরোধী সমাবেশ

পিরোজপুরের কাউখালীতে শুক্রবার বিকেলে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয় সম্মুখে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন বিরোধী ও ট্রাফিক সচেতনতামুলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম।

পিরোজপুরের পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেনের  সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহানেওয়াজ, (পিপিএম- সেবা), কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ কাউয়ুম, সাধারন সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, জাতীয় পার্টিজেপি’র সাধারন সম্পাদক শাহ আলম নসু, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, অধ্যক্ষ অলোক কর্মকার, অধ্যক্ষ মাওলানা মো.মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গৌতম দাস, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সুব্রত রায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার, শিক্ষক বাবর তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ সকল শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে ৩৫০ কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলার ৪৩ প্রধান শিক্ষদের সম্মাননা প্রদান করা হয়। সমাবেশে মাদকসেবী/ব্যবসায়ীদের আত্মসমর্পনের জন্য বলা হয় এবং পূর্ণবাসনের প্রতিশ্রুতি দেয়া হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব