মধ্যরাতে বন্ধ হল ২১ লাখ অবৈধ সিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৬শে এপ্রিল ২০১৯ ১১:৩৩ পূর্বাহ্ন
মধ্যরাতে বন্ধ হল ২১ লাখ অবৈধ সিম

একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধন করা ১৫টির বেশি সিম বৃহস্পতিবার মধ্যরাতে (রাত ১২টার পর) বন্ধ করে দেয়া হয়েছে। নির্ধারিত সংখ্যার বেশি দেশের সব অপারেটরের এমন প্রায় ২১ লাখ সিম ছিল।এ বিষয়ে সংশ্লিষ্ট অপারেটরদের আগেই নির্দেশনা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির নির্দেশনায় ছিল- একই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি নিবন্ধিত সিম রাখা যাবে না। কিন্তু দেখা যায়, একই পরিচয়পত্রে নিবন্ধিত সিমের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২১ লাখ।এসব সিম বৃহস্পতিবার মধ্যরাতে বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করা সিমের মধ্যে রয়েছে- গ্রামীণফোনের ৪ লাখ ৬১ হাজার ২৬১টি, বাংলালিংকের ৪ লাখ ৫৫ হাজার ৮৩১টি, রবির ৪ লাখ ১৯ হাজার ২০২টি, এয়ারটেলের ২ লাখ ২৫ হাজার ৭৪১টি ও টেলিটকের ৪ লাখ ৮৭ হাজার ৮৯২টি।২৬ এপ্রিলের মধ্যে এসব সিম বন্ধ করতে সংশ্লিষ্ট অপারেটরদের আগেই নির্দেশনা দিয়েছে বিটিআরসি।