টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: বুধবার ২৪শে এপ্রিল ২০১৯ ০৫:৩২ অপরাহ্ন
টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক কারবারী আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে স্থানীয় এক যুবকসহ বহিরাগত ৪জন মাদক কারবারীকে আটক করেছে। জানা যায়, গত মঙ্গলবার রাত সোয়া ৮টায় র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ (এক্স বিএন, পিপিএম) গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে সদর ইউনিয়নের ডেইলপাড়ার ওমর আব্বাসের বাড়িতে অভিযানে যায়। 

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ডেইল পাড়ার ওমর আব্বাসের পুত্র সাজেদুল ইসলাম (২১), ময়মনসিংহের বাবুখালী বাজারের মোঃ ইমদাদুল হকের পুত্র মোঃ হৃদয় (১৯), কুমিল্লার বুড়িচং থানার ছয়গ্রামের তাজ উদ্দিনের পুত্র মোঃ রুবেল আহমেদ (২৪), গাজীপুরের টঙ্গী মিরের বাজারের তালাটিয়া গ্রামের বাদশা মিয়ার পুত্র মোঃ আরিফ (২৪) গ্রেফতার করে। 

ধৃতদের দেহ তল্লাশী করে ১হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট ও ব্যবহৃত ২টি মুঠোফোন উদ্ধার করা হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ২৪ এপ্রিল সকালে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব