ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ও ঢাকা ডেমরায় গলাকেটেশিশু মনির হত্যার প্রতিবাদে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা বাজার উত্তপ্ত হয়ে উঠেছে। মানববন্ধনসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে নুসরাতও শিশু মনির হত্যাকান্ডের বিচার দাবী করছেন প্রতিবাদকারীরা।শনিবার (১৩ এপ্রিল) সকাল দশটায় সেভ দ্য ভিলেজ ও বেড়তলা মেঘনা সমাজকল্যাণ সমিতির আয়োজনে উপজেলার বেড়তলা বাজারে সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন করে।
বেড়তলা মেঘনা সমাজকল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে ও সেভ দ্য ভিলেজের সাধারণ সম্পাদক শেখ জুনায়েদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডঃ জয়নাল উদ্দিন জয়, সরাইল উপজেলা রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুল আলী, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইকবাল হোসেন, সেভ দ্য ভিলেজের যুগ্ন সাধরণ সম্পাদক নাইম দুর্জয়, সহ-সভাপতি আব্দুল্লাহ বিন আওলাদ, সেভ দ্য ভিলেজ ষ্টুডেন্ট এর সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান প্রমুখ।
হত্যার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন- সর্বত্রই নারী ও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে।হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দ্রুত বিচার কার্যকর দাবি করেন।প্রতিবাদকারীরা আরো বলেন- মাদ্রাসা অধ্যক্ষ ও তার সহযোগীদের দ্বারা নুসরাতের ওপর যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে ও ঢাকা ডেমরায় গলাকেটে শিশু মনির হত্যা বর্তমান সমাজের ভয়াবহ বর্বরতার বহিঃপ্রকাশ। সারাদেশে একের পর এক এ ধরনের ধর্ষণ,শিশু হত্যা, নির্যাতনের ঘটনা ঘটছে কিন্তু কোনটারই সুষ্ঠু বিচার হচ্ছে না ফলে ধর্ষক হত্যাকারীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।অবিলম্বে নুসরাত ও শিশু মনিরের হত্যাকারী ও সহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।