
প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ০:৫৬

‘বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রীয় সরকারের চেয়ে স্থানীয় সরকার শক্তিশালী। স্থানীয় সকল উন্নয়নে বাংলাদেশে স্থানীয় সরকার তেমন ভূমিকা রাখতে পারছে না। এখানে মন্ত্রী-এমপিরা স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, যা উন্নত বিশ্বের কোন দেশে দেখা যায় না’। এসডিজি বাস্তাবায়নে স্থানীয় সরকারের ভূমিকা তাদের হাতে তুলে দিয়ে, তাদের স্থানীয়ভাবে কাজ করার ক্ষমতা দেয়া হলে স্থানীয় সরকারের ক্ষমতা বাড়বে - এ কথা বলেছেন স্টাস্টেইনেবেল ডেভেলপমেন্ট গোলস্ (এসডিজি) বা টেকসই উন্নয়ন অভিযাত্রা বাস্তবায়নে কেন্দ্রীয় নাগরিক প্লাটফর্মের আবহায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠির নাগরিক সুবিধা নিশ্চিতকরন এবং অপরিকল্পিতভাবে নগরায়নের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ওপর গুরুত্বারোপ দিতে হবে। এ সকল সমস্যা মোকাবেলায় স্থানীয় সরকারের উপযুক্ত ক্ষমতায়ন এবং কেন্দ্রীয় সরকারের সাথে কার্যকর সমন্বয় সাধন করতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে স্থানীয় মাঝে সচেতনতা সৃষ্টি ও সক্ষমতা বৃদ্ধিতে জোর দিতে হবে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ও সেন্টার ফর পলিসি ডায়লগ ( সিপিডি), মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন ও মাদারীপুর পৌরসভা সংলাপের আয়োজনে শনিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে “এসডিজি বাস্তবায়নের স্থানীয় সরকারের ভূমিকা” শীর্ষক মাদারীপুর সংলাপের আয়োজন করা হয়। পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সম্পাদক ফজলুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদসহ জন প্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক, শিক্ষকসহ বিশিষ্টজনেরা। কর্মশালায় টেকসই উন্নয়নের অভিযাত্রা নিয়ে উপস্থিত সকলের মতামত গ্রহণ ও পরামর্শ নেয়া হয়। এই উন্নয়নের অভিযাত্রাকে আরো ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা চান আয়োজকরা।

ইনিউজ ৭১/এম.আর