নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৮ই এপ্রিল ২০১৯ ০১:০৩ অপরাহ্ন
নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ নেতার মৃত্যু

উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত পৌর যুবলীগের ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন (৪০) মারা গেছেন। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ফয়েজ উল্যাহ (২১) নামে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের ভাই মো. শামিম জানান, ইমাম উদ্দিনের মাথায় গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোমবার সকাল ১০টার দিকে ইমাম উদ্দিন মারা যান। তিনি দোষীদের সর্বোচ্চ দাবি করেন। নিহত ইমাম উদ্দিন সোনাগাজী উপজেলার নিহত উত্তর চর ছান্দিয়া গ্রামের মাঝিবাড়ির আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩১ মার্চ উপজেলা নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে উপজেলা নির্বাচনে অংশ নেয়া দীন মোহাম্মদের সমর্থক ইমাম উদ্দিনের সঙ্গে অপর প্রার্থী শাখাওয়াতুল হক বিটুর সমর্থক শাহাদাত হোসেন আরিফের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে পরদিন ১ এপ্রিল সোমবার ইমাম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আরিফের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক। এ সময় ইমাম উদ্দিন ও ফয়েজ উল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থা আশঙ্কাজনক দেখে ইমাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলে হাসপাতালে ও ফয়েজ উল্লাহকে ফেনীতে পাঠায়।

এ ঘটনায় ২ এপ্রিল আহত ফয়েজ বাদী হয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, তার সহযোগী আরিফ, নুর নবী, আবছার, জসিম উদ্দিন ও নয়নকে আসামি করে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, এজাহার নামীয় আসামি জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান হয়েছে। তারা সকলেই পলাতক রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর