রাজধানীসহ দেশের বিভিন্নস্থানের ওপর দিয়ে শনিবার (০৬ এপ্রিল) রাতে ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি এখনও। চলতি মৌসুমে এর আগে গত রবিবার (৩১ মার্চ) রাজধানীতর ওপর দিয়ে একই গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যায় বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। সে রাতে তিনজন নিহতসহ রাজধানী ঢাকায় বেশ ক্ষয়ক্ষতি ঘটনা ঘটে।
শনিবার রাত ১০টার পর কালবৈশাখী ঝড় শেষ হওয়ার পর পরই মুষলধারে বৃষ্টি শুরু হয়। জানা যায়, প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬০ কিলোমিটারের উপরে থাকলে, সেটি কালবৈশাখী ঝড় হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদফতর। বিষয়টি নিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, শনিবার বিকাল ৩টা থেকে পরবর্তী রবিবার ভোর ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী,পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ব্যাপারে আবহাওয়া অফিসের এপ্রিল মাসের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২ থেকে ৩ দিন মাঝারি/তীব্র বজ্রঝড় (কালবৈশাখী) ও দেশের অন্যত্র ৫ থেকে ৬ দিন হালকা/মাঝারি বজ্রঝড় (কালবৈশাখী) হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।