বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়া গামী ২৭ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩রা এপ্রিল ২০১৯ ০৩:৪৭ অপরাহ্ন
বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়া গামী ২৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলের টেকনাফ থেকে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। রাতের আঁধারে তারা গভীর সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন তাঁরা। বুধবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার মহেশখালীয়া পাড়া ও কাটাবনিয়া খালের মুখ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে, ৩ জন পুরুষ, ১৬ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অস্থায়ীভাবে বসবাস করে আসছে বলে জানান।বুধবার দুপুরে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক (ভারপ্রাপ্ত) সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগর পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফের কয়েকটি এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযানে যায় বিজিবি। পরে অভিযানে এ ২৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব