রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার নিজ বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ইলা শারমিন নামে ওই নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত ইলা শারমিনের বাবা শেখ সাহেদ আলী ও মা আলেয়া বেগম। ঢাকা উদ্যানের ৪ নম্বর সড়কের ১২ নম্বর বাসায় বসবাস করেন তারা।
নিহতের পরিবারের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানাউল হক জানান, রাতে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন ইলা। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।