
প্রকাশ: ১ এপ্রিল ২০১৯, ১৮:৪২

নির্বাচন পরবর্তী সংহিসতায় কলাপাড়ার মহিপুর থানা আওয়ামীলীগ অফিসে ভাংচুর চালানো হয়েছে। রবিবার সন্ধ্যা সাতটায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ছয়জন। আহতরা হলেন, মহিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, মহিপুর থানা যুবলীগ সদস্য আনোয়ার হাওলাদার, বাক প্রতিবন্ধী ফারুক, ছগির, ছাত্রলীগ কর্মী রনি। অপরদিকে কলাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে আনারস প্রতীকের সমর্থক মিজান। ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
মহিপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবদুল মালেক আকন জানান, প্রায় দেড়শ লোক ঝটিকা মিছিল নিয়ে বন্ধ আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। মহিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার জানান, বাড়ী ফেরার পথে একদল র্দুবৃত্ত অর্তকিতে তাদের উপড় হামলা চালায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রনে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর