রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুনে পুড়ে গেছে ক্রোকারিজ ব্যবসায়ী বিল্লাল হোসেনের চারটি দোকান। উপার্জনের শেষ সম্বল হারিয়ে নির্বাক এ ব্যবসায়ী। শনিবার (৩০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে পুড়ে যাওয়া মার্কেটের সামনে দাঁড়িয়েই বিলাপ করছিলেন এ ব্যবসায়ী। তিনি শেষ সম্বল হারিয়ে বারবার বিলাপ করছিলেন আর বলছিলেন, আমার সব কেড়ে নিলো আগুন। আমি এখন কেমনে বাঁচবো। কি যেনো হয়ে গেলো। কেনো এ মার্কেটেই ঘুরে-ফিরে আগুন।
বিল্লাল জানান, ঢাকা উত্তর সিটি করপোরেসন (ডিএনসিসি) মার্কেটে তার চারটি ক্রোকারিজের দোকান ছিল। এসব দোকানে হান্ডি বাসন, সিরামিকসহ সব পণ্যই ছিল ক্রোকারিজের। গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দোকানে ১০ লাখ টাকার নতুন মালামাল তুলেছিলেন। নতুন মালের সেই চালান খোলাই হয়নি। ধার করে এ মালামাল তুলেছিলেন বলে জানান তিনি। ব্যবসায়ীর দাবি, আজকের আগুনে তার চার দোকানে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২০১৭ সালে এ মার্কেটে লাগা আগুনে তার এক কোটি টাকার ক্ষতি হয়েছিল। কিন্তু সিটি করপোরেশন কোনো ধরনের প্রণোদনা দেয়নি ব্যবসায়ীদের। দুই বছর তিন মাসের মাথায় ফের লাগা আগুনে পথে বসেছেন বলে জানান বিল্লাল।
তিনি আরও বলেন, মেয়র আনিসুল হক থাকাকালে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। বিভিন্ন এনজিও খোঁজখবর নিয়েছিল সহায়তা দেওয়ার জন্য। কিন্তু কেউ এগিয়ে আসেনি। বিল্লাল হোসেন বলেন, আমি সরকার ও সিটি করপোরেশনের কাছে দাবি জানাবো, তারা যাতে ব্যবসায়ীদের পাশে দাঁড়ায়। শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কতোগুলো দোকান পুড়ে গেছে। ২০১৭ সালের ৩ জানুয়ারিও একই মার্কেটে আগুন লেগেছিল।
এদিকে, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। শুক্রবারও (২৯ মার্চ) বনানীর আরেকটি ভবনে আগুন লাগে। শনিবারের ঘটনা নিয়ে টানা তিনদিন রাজধানীতে তিনটি অগ্নিকাণ্ড-বড় উদ্বিগ্নতায় ফেলেছে সংশ্লিষ্টদের।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।