প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ১৬:৫০
রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটের আগুনে পুড়ে গেছে ক্রোকারিজ ব্যবসায়ী বিল্লাল হোসেনের চারটি দোকান। উপার্জনের শেষ সম্বল হারিয়ে নির্বাক এ ব্যবসায়ী। শনিবার (৩০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে পুড়ে যাওয়া মার্কেটের সামনে দাঁড়িয়েই বিলাপ করছিলেন এ ব্যবসায়ী। তিনি শেষ সম্বল হারিয়ে বারবার বিলাপ করছিলেন আর বলছিলেন, আমার সব কেড়ে নিলো আগুন। আমি এখন কেমনে বাঁচবো। কি যেনো হয়ে গেলো। কেনো এ মার্কেটেই ঘুরে-ফিরে আগুন।
এদিকে, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। শুক্রবারও (২৯ মার্চ) বনানীর আরেকটি ভবনে আগুন লাগে। শনিবারের ঘটনা নিয়ে টানা তিনদিন রাজধানীতে তিনটি অগ্নিকাণ্ড-বড় উদ্বিগ্নতায় ফেলেছে সংশ্লিষ্টদের।
ইনিউজ ৭১/এম.আর