রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। রাতের বিরতির পর শুক্রবার সকাল সাতটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।ভবনের আর কোনো ফ্লোরে কোন মরদেহ রয়েছে কি না সেটি নিশ্চিত হতে এ অভিযান চালানো ফায়ার সার্ভিস। সংস্থাটির চারজন করে কর্মী ১০টি গ্রুপে ভাগ হয়ে অভিযান চালাচ্ছে। সকাল ১০টা পর্যন্ত অভিযান চলার কথা থাকলেও সোয়া ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে।উৎসুক জনতার কারণে উদ্ধার অভিযানে যেন বাধা না পড়ে সেকারণে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর এফ আর টাওয়ার পরিদর্শনে আসার কথা রয়েছে।বৃহস্পতিবার দুপুর একটার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা ভবন এফ আর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘক্ষণ কাজ করার পর বিকেল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় ২৫ জন নিহত ছাড়াও আহত হয়েছেন ৭৬ জন। তাদের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৫ জন, ইউনাইটেড হাসপাতালে ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০ জন এবং সিএমএইচে একজন চিকিৎসাধীন রয়েছেন।