উত্তরা ইউনিভার্সিটি ছাত্রী বনানীর আগুনে পুড়ে অঙ্গার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৯শে মার্চ ২০১৯ ১১:৩৫ পূর্বাহ্ন
উত্তরা ইউনিভার্সিটি ছাত্রী বনানীর আগুনে পুড়ে অঙ্গার

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন উত্তরা ইউনিভার্সিটির ছাত্রী। এসকে জারিন বৃষ্টি নামে ওই ছাত্রী পড়াশোনা করতেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। যশোরের ওই ছাত্রীর মৃত্যুর ঘটনায় উত্তরা ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে গভীর শোক জাননো হয়েছে। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধশতাধিক জনকে উদ্ধার করা হয়েছে। তবে মারা গেছেন ১৯জন। এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রও রয়েছে।