তার সঙ্গে আসা লোকজন অন্যদের ধমকের সুরে বলেন, ‘সাইড টক করবেন না’।রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলের চারপাশে যখন মানুষের ভিড় নিয়ে সমালোচনা তখন সেখানে গিয়ে জ্বালাময়ী বক্তৃতা দিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে। এসময় তাকে রাস্তা করে দেওয়ার জন্য সঙ্গে থাকা লোকজন ছিলেন রীতিমতো তটস্থ। 'সাইড হন, সাইড হন ভাই' বলে সঙ্গীরা নুরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান। এসময় তাকে সেখানে না দাঁড়ানোর জন্য বলা হলে হেসে জবাব দেন, এখানে ছবি তুলে চলে যাবো।নুরের অভিযোগ, আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থা দুর্বল। তারা যত দ্রুত পদক্ষেপ নিতে পারছে না। অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নের জন্য এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
নিমতলী অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে নুর বলেন, মারাত্মক অগ্নিকাণ্ড দেখেছি। নিমতলীর ঘটনায় যারা তদন্ত করেছিল, তারা কিছু প্রস্তাবনা দিয়েছিল, কীভাবে এ ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়া যায়। রাসায়নিক কারখানা ঢাকার বাইরে, আবাসিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান না দেওয়া এসব বাস্তবায়ন হলে এগুলো দেখতে হতো না। যখন ঘটনা ঘটে তখন শো অফের জন্য অনেক কিছু করা হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। যার কারণে ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখতে হয় বারবার।তিনি আরও বলেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি অনুরোধ, ঘটনা বারবার ঘটছে আপনারা শিক্ষা নেন এবং কার্যকরী ব্যবস্থা নেন। এসময় আশেপাশে তার সঙ্গে আসা লোকজন অন্যদের ধমক দিয়ে বলেন, ‘সাইড টক করবেন না’। নুরের বক্তব্য শেষ হওয়ার পরপরই পাশ থেকে বলা হয় ‘এই তালি তালি’।বৃহস্পতিবার দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে ২১তলা বিশিষ্ট এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।