কাউখালী দক্ষিণ বাজার কেন্দ্রীয় মসজিদে ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে মার্চ ২০১৯ ০৫:৫১ অপরাহ্ন
কাউখালী দক্ষিণ বাজার কেন্দ্রীয় মসজিদে ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় বড় মসজিদ ও দক্ষিণ বাজার সাধারণ ব্যবসায়ীদে উদ্যোগে ১২তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মসজিদ সম্মুখে কাউখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ওয়াজ করেন হযরত মাওলানা জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন হযরত মাওলানা খলিলুর রহমান, হযরত মাওলানা ইউনুচ আহমেদ । অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মৃদুল আহম্মেদ সুমন, মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক সহ আরও অনেকে। দোয়া শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।