
প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ২৩:১৩

বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে বড় ধরনের অগ্নিকাণ্ডে ভেতরে আটকা পড়া মানুষদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মিরা। এ পর্যন্ত ২০-২৫ জন মানুষকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সিঁড়ির মাধ্যমে বিল্ডিংটির বাইরে থেকে আটকে পড়াদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। আটকে পড়াদের উদ্ধারে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার এফআর টাওয়ারের ওপরে এসে থেমে ছিল। এ সময় অনেকে হেলিকপ্টারটিতে ওঠার চেষ্টা করেছিলেন। এর আগে অনেককেই নিচে লাফিয়ে পড়তে দেখা গেছে বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। এমনই তিন জনকে দেখা গেল যারা জীবন বাঁচাতে দড়ি বেয়ে নিচে নামছিলেন। কিন্তু আতঙ্কিত হওয়ার কারণে ওপরের জন নিজেকে সামলে রাখতে পারেননি।

ইনিউজ ৭১/এম.আর