প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ৩:২৭
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাস্টার মো. মুছার পিতা মরহুম আবুল হোসেন স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে স্থানীয় ধামাইরহাট সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে। হযরত জমির উদ্দিন শাহ ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রাশেদ স্মৃতি ক্রিকেট একাদশ। খেলায় প্রথমে ব্যাটিংয়ে নেমে জমির উদ্দিন শাহ ক্রিকেট একাদশ নির্দিষ্ট ১৪ ওভার শেষে ১৮৮ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে ১০২ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ জমির উদ্দিন শাহ ক্রিকেট একাদশ।
এতে ৮৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় জমির উদ্দিন শাহ ক্রিকেট একাদশ। খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান। উদ্বোধনী বক্তব্য দেন আবুল হোসেন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাস্টার মো. মুছা। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। ছাত্রলীগ নেতা কাজী মো. শাওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার এম ইসকান্দর মিয়া তালুকদার, ইউপি সদস্য আলমগীর হোসেন বাবু, সাংবাদিক জগলুল হুদা, ইউপি সদস্য মো. মিজানুর রহমান, মো. ইউসুফ, উপজেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মো. ফোরকান, সহ সম্পাদক মো. আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা প্রণব শীল জিকু, মো. সুমন, মো. খোকন প্রমুখ।