বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যেগে ”আমরা ঘন্টা বাজাই” কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের মজিদ বাড়ি সরকারী প্রাথমিক বিদালয়ে শিক্ষাথী, প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের সচেতনতা বৃদ্দি করতে একযোগে “আমরা ঘন্টা বাজাই” কর্মসূচী পালিত হয়েছে।
পরে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোল্লা মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তির সমান সুযোগ দিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম, সুজনকাঠী সমাজ কল্যাণ সংসদের সভাপতি মোল্লা আজিম হোসেন, বিদ্যালয়ের সহ-সভাপতি মোল্লা ফিরোজুর রহমান সেন্টু, মসজিদ বাড়ি সরকারী প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন, সাংবাদিক মোল্লা আসাদুর রহমান সবুজ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মিঠু মধু প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।