প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ৩:২৪
বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের আনুমানিক বয়স যথাক্রমে ৩৫ ও ৪৫ বছর বলে জানা যায়।বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকা ও ফরাশগঞ্জ ঘাট বরারব মাঝ নদী থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন,
ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিরেরবাগ এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরনে ছিলো কালো সোয়েটার। তার পায়ের পাতা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।এদিকে ফরাশগঞ্জ ঘাট থেকে উদ্ধার মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। মরদেহের পরনে ছিলো কালো প্যান্ট। এ ঘটনায় দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই ফিরোজ।