থার্টিফাস্ট উদযাপন করতে গিয়ে কেরানীগঞ্জে জাকির হোসেন (৪২) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার গভীররাতে উপজেলার কালিন্দী ইউনিয়নের পটকাজোড় এলাকার একটি ফ্লাট বাসা থেকে জাকিরের মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল পাঠিয়েছে পুলিশ। জাকির হোসেনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জাকিরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানাধীন দাশায়। বাবার নাম মৃত আমির হোসেন। দক্ষিণ কেরানীগঞ্জের একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানে জাকির হোসেন চাকরি করতেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের জানান, যে বাসা থেকে জাকির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে সেটি ভাড়া নিয়ে তিনি একাই থাকতেন। তিনি বলেন, থার্টিফাস্ট নাইট উদযাপন করতে দুই বন্ধুকে নিজের বাসায় ছিলেন জাকির হোসেন। ধারণা করা হচ্ছে, ওই সময় তারা একত্রে মদ্যপান করেছিলেন। এরপর রাতের কোনো এক সময় জাকির হোসেনকে ছুরিকাঘাতে হত্যার পর তারা পালিয়েছে। ওই দুই বন্ধুর পরিচয় জানাসহ গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মিটফোর্ড হাসপাতাল মর্গে গিয়ে জাকির হোসেনের লাশ তারা সনাক্ত করেন।
কেরানীগঞ্জ মডেল থানা এসআই সাইদুজ্জামান বাচ্চু জানান, থার্টিফাস্ট নাইটে জাকির হোসেন খুন হলেও প্রতিবেশীরা বিষয়টি টের পাননি। মৃতদেহ ঘরের খাটের ওপর পড়ে ছিল। একটি কম্বল দিয়ে মৃতদেহ ঢাকা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ফ্লাটের পাশের ঘরের এক ভাড়াটিয়া ওই রুমে ঢুকে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।