৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২রা জানুয়ারী ২০১৯ ০২:২৯ অপরাহ্ন
৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকার সব নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার রাজধানীর সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।
Syed-Khokon-1

এ সময় মেয়র সাঈদ খোকন বলেন, ‘সম্প্রতি উৎসবমুখর পরিবেশে দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রার্থীরা পোস্টার-ব্যানার ও ব্যানারসহ নির্বাচনী প্রচার সামগ্রী ব্যবহার করেছেন। আমরা এই প্রচার সামগ্রী অপসচরণের মধ্য দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চাই।”
Syed-Khokon-2

তিনি আরও বলেন, ‘নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করে নগরবাসীকে উপহার দিতে চাই। এজন্য আমি পরিচ্ছন্নতা কর্মীদের অনুরোধ জানাবো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার ও নির্বাচনী সামগ্রী অপসারণ করবেন।’