একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা এড়াতে তৎপর রয়েছে র্যাব-১২, সিরাজগঞ্জ। র্যাব-১২, সিরাজগঞ্জের পক্ষ থেকে অত্র জেলার বিভিন্ন টহলের পাশাপাশি বিশেষ টহল, আকস্মিক চেকপোষ্ট, যানবাহনে তল্লাশী অব্যাহত আছে। সেইসাথে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হোটেল সমূহে সন্দেহজনক আগন্তুক এবং সংগবদ্ধ ব্যক্তিদের উপর রয়েছে কঠোর নজরদারি। বর্তমানে অত্র জেলার সু-শৃঙ্খল পরিস্থিতিকে যাহাতে কোন ব্যক্তি,দল বা গোষ্ঠি বিশৃঙ্খল করার ব্যর্থ চেষ্ঠা চালায় তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে।
সিংকঃ র্যাব ১২ সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খাঁন বলেন,জনগনের জানমালের রক্ষা ও যেকোনো ধরনের বিশৃঙ্খল সৃষ্টি না হয় এর জন্য তাদের এ অভিযান অভ্যাহত থাকবে।