একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্ম বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন বরিশাল - ০৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) সংসদীয় আসনের এমপি পংকজ নাথ। ১ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৫ টায় হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সরকারি সংহতি স্কুল মাঠে শোকরানা মোনাজাত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি তার বক্তেব্যে আরো বলেন, জামায়াতকে সংঙ্গে নিয়ে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে যে, রাজনীতি শুরু করেছিল তা নতুন প্রজন্ম মেনে নিতে পারেনি।
এতিমের টাকা যারা চুরি করে খায়, তারা কখনই দেশের মঙ্গল বয়ে আনতে পারে না। তাই নতুন প্রজন্ম গনতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখইতেই আওয়ামলীগকে বিপুল ভোটে জয়লাভ করতে সাহায্য করেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী আনন্দ মিছিলের পরিবর্তে শোকরানা মোনাজাতের আয়োজন করতে বলেছেন। অনুষ্ঠানের আগে স্থানীয় নেতৃবৃন্দ পংকজ নাথকে ফুলের শুভেচ্ছা জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।