নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১লা জানুয়ারী ২০১৯ ০৭:৩৭ অপরাহ্ন
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় সাংবাদিক গ্রেপ্তার

খুলনায় মোট ভোটারের চেয়ে বেশি ভোট পড়েছে বলে সংবাদ প্রকাশের অভিযোগে মামলার পর এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হেদায়েত হোসেন মোল্লা বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি। মামলার অপর আসামি মানবজমিনের খুলনা প্রতিনিধি রাশিদুল ইসলামকে খুঁজছে পুলিশ। জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, “রোববার খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মোট ভোটারের চেয়ে ২২ হাজারের বেশি ভোট পড়েছে বলে বাংলাট্রিবিউন ও মানবজমিন পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা ও রাশিদুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। বটিয়াঘাটা থানায় এ মামলাটি দায়ের করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মামলার এক আসামি হেদায়েতকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি রাশিদুলকে খুঁজছে পুলিশ। নির্বাচন কমিশন কার্যালয়ের নির্দেশে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব