উৎসবমূখর পরিবেশে মঙ্গলবার পিরোজপুরে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে পিরোজপুর শহরের করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহা. ফজলে রহমান এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর এর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসিফ মাহমুদ। এ বছর জেলার ৭টি উপজেলার ৯৭৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লক্ষ ২৬ হাজার ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৬ লক্ষ ১৩ হাজার ৬৮৫ টি বই এবং মাধ্যমিক স্তরের ৪৫০ টি বিদ্যালয়ের ১ লক্ষ ৫৫ হাজার ২৩৮ জন শিক্ষার্থীর মাঝে ১৯ লক্ষ ২৭ হাজার ৮৩৫ টি বই বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।